বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো গীতি-নাট্য “ইতিহাস কথা কও”। এই ভূখন্ডের স্বাধীনতা এবং সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে লড়াই সংগ্রামের কাহিনী অবলম্বনে মাহামুদ সেলিম রচিত ও নাজমুল ইসলামের নির্দেশনায় এই গীতি-নাট্য পরিবেশিত হয়।
আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় শেখ মনি মিলনায়তনে গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উদীচী শিল্পীবৃন্দ এই গীতি নাট্য পরিবেশন করেন। এখানকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই পরিবেশনা উপভোগ করেন।
গীতি-নাট্যে রয়েছে প্রাচীন বঙ্গ, সমতট, হরিকেল,রাঢ়, বরেন্দ্র প্রভৃতি জনপদ। পরবর্তীকালে বৃহৎ-বঙ্গসহ ভারতীয় উপমহাদেশের রাজা ও জমিদারদের ক্ষমতার লড়াই। ধর্ম-বর্ণ সম্প্রদায় নির্বেশেষে শান্তির জনপদ ছিল এই বাংলা। কিন্তু বেনিয়া ইংরেজ যখন রাজাসন দখল নিতে শুরু করল। তখন থেকে নষ্ট হলো রাজনীতি ও সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক দাঙ্গা, বিভেদ। লাখো মানুষের চোখের জল,ধর্মীয় সম্প্রদায়ের নামে পাকিস্তানী শোষণ- শাসনের শৃঙ্খলে আমরা হলাম বন্দি। অনেক লড়াই সংগ্রাম, লক্ষ প্রাণ আর মায়ের ইজ্জতের দামে মুক্ত হলো পূর্ব বাংলা তথা বাংলাদেশ। আবার ৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা “ বঙ্গবন্ধু শেখ মুজিব’ কে হত্যা করে সাম্প্রদায়িক শক্তির উথ্যান। এসবের বিরুদ্ধে লড়াই আর সংগ্রামের শপথ নিয়ে রচিত এই “ইতিহাস কথা কও”।
খুলনা গেজেট/এ হোসেন