গোপালগঞ্জ জেলায় আজ কারফিউ ৩ ঘণ্টার জন্য শিথিল থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। মাঝে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা শিথিল রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পুনরায় কারফিউ জারির আদেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার বিকেল ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক রেজা বলেন, ২৫ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/এনএম