খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুরে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায় সকাল ৮টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে।

সকাল থেকেই গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় ভোটার উপস্থিতি সন্তোষজনক। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গোপালগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে ৫৫ হাজার ৬৬৭জন এবং মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ১৬হাজার ৬২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গোপালগঞ্জ পৌরসভায় ১০জন মেয়র পদে, কাউন্সিলর পদে ৬০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোটে নেমেছেন। এই পৌরসভায় নির্বাচন উন্মুক্ত করে দেয়া হলেও ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই নির্বাচন থেকে সরে দাড়ান আগেই। তারা সবাই প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়েছেন।

অন্যদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ভোটে নেমেছেন। মুকসুদপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতিকসহ মোট ৫ জন মেয়র পদে নির্বাচন করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই দুই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!