বুধবার সকালেই মালদ্বীপে পালিয়ে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। তবে এরইমধ্যে তাকে মালদ্বীপ থেকে বের করে দিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন দেশটির সাধারণ মানুষ এবং প্রবাসী শ্রীলঙ্কানরা।
এ খবর দিয়েছে শীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।
খবরে জানানো হয়, মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনের কাছে জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে গোটাবাইয়া রাজাপাকসেকে দেশ থেকে বের করে দিতে হবে। মালদ্বীপের টেলিভিশন চ্যানেলে সেই আন্দোলন সরাসরি প্রচারও হচ্ছে।
এর আগে ৭৩ বছর বয়সী গোটাবাইয়া সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান। মালদ্বীপ থেকে তিনি কোথায় যেতে চান তা এখনো পরিষ্কার নয়। তবে সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, তিনি এশিয়ারই আরেকটি দেশে যাওয়ার কথা ভাবছেন।
খুলনা গেজেট/ এস আই