নারায়ণগঞ্জ বন্দরে এক গৃহবধূকে অপহরণের পর পাঁচদিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে শরীফুল ইসলাম গুড্ডুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে গুড্ডুকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদের ভাগিনা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা মঙ্গলবার রাতে এ তথ্য জানান। ওসি জানান, গত ২৫ মে সন্ধ্যায় ওই গৃহবধূ হাসপাতালে যাচ্ছিলেন। পথে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে তিনজন এসে তাকে তুলে নিয়ে যায়। পরে একটি বাড়ির দোতলার কক্ষে পাঁচ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
বাড়ির গৃহকর্মীর সহায়তায় ছাড়া পেয়ে ৩০ মে বাড়ি ফিরে তিনি স্বামীকে ঘটনাটি জানান। বাড়ি ফেরার পর আসামিদের ভয়ে প্রথমে থানায় না গেলেও পরে সোমবার রাতে ধর্ষণের মামলাটি করেন ওই নারী।
তিনি আরও জানান, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন প্রধান আসামি বন্দরের কুড়িপাড়া এলাকার শরিফুল ইসলাম গুড্ডু, নয়ামাটি এলাকার সোহরাব ওরফে শুভ ও একই এলাকার ফিরোজ মিয়া।
মামলার পর মঙ্গলবার ভোরে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তাকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
খুলনা গেজেট/ টি আই