প্রত্যাশা মেটাতে পারেননি শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি। বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বড় রানের আগে এমন আউট যেন মেনেই নিতে পারছিলেন না গিল।
৪.২ ওভারে দলীয় ৩০ রানে মিচেল স্টার্কের বলে অ্যাডাম জাম্পাকে ক্যাচ দেন ওপেনার শুভমান গিল। শর্ট লেন্থের বলে বুঝে উঠতে না পেরে ভুল শট খেলে মিডঅনে ধরা পড়েন তিনি। আউটের পরে নিজের ওপরেই খানিকটা ক্ষোভ ঝাড়েন গিল।
এরপর দলকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলের রোহিত ও কোহলি। তবে ৯.৪ ওভারে দলীয় ৭৬ রানে ম্যাক্সওয়েলের বল তুলে মারতে গিয়ে হেড তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন রোহিত। ৩১ বল খেলে ৪৭ রান করেন রোহিত। ব্যাট করতে নেমে পরের ওভারেই ক্যাচ আউট হয়ে ফেরেন শ্রেয়াস। ৩ বলে ৪ রান সংগ্রহ করেন শ্রেয়াস।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মাঠে নামে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভারে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করছে ভারত। কোহলিকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন রাহুল।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ : ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
খুলনা গেজেট/এমএম