গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি অঞ্চলের একটি স্বর্নের খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
তাতাকৌরৌ নামক গ্রামের কাছে শনিবার ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানান স্থানীয় কাউন্সিলর সেকৌ বিনৌ সিমাগান। তিনি বলেন, ‘ওই ব্যক্তিরা ঘটনাস্থলেই মারা যান। শনিবার সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে আর কেউ সেখানে আছে কি না তা খুঁজতে রোববারও সেখানে তল্লাশি চালায় উদ্ধারকারীরা।
প্রতিবেদনে বলা হয়, নিহত ১৫ ব্যক্তির সবাই পুরুষ শ্রমিক। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের একটি কবরে সমাহিত করা হয়। ওই খনিতে কাজ করা সিনেমান তারাওরি নামের এক ব্যক্তি বলেন, তিনি ও তার দুই সহকর্মীকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করছে।
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এমন খনি দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে মালি সীমান্তে থাকা সিগুইরি অঞ্চলে। সরকারি হিসাবে এই অঞ্চলে ২০ হাজারের বেশি মানুষ সোনার খনিতে কাজ করেন। সেখানে ২০১৯ সালে এক খনিতে ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন। এর নয় মাস পর আরও বেশ কয়েকজন প্রাণ হারান। এসব স্বর্ণের খনিগুলোতে মূলত কারিগরেরা সনাতনী পদ্ধতিতে সুড়ঙ্গ করে কাজ করে থাকে। পাশাপাশি এ অঞ্চলে সরকারি হিসাবের বাইরে থাকা অনেক শ্রমিকও স্বর্ণ অন্বেষণ করে।
খুলনা গেজেট/কেএম