করোনাকালে মানুষ নানাভাবে হয়রানি শিকার হয়েছেন। এর থেকে বাদ পড়েননি আমাদের পোশাকশ্রমিকরা। অনেকেই লকডাউনের শুরুতে গার্মেন্টস বন্ধ দিলে গ্রামে ফিরে গিয়েছিলেন। গিয়ে শিকার হয়েছিলেন নানা ধরণের গ্রামীণ রাজনীতির। এরকম এক গার্মেন্টসকর্মীর গল্প নিয়ে নূরুল আলম আতিক নির্মাণ করেছেন ‘পতঙ্গশিকারী ফুল’।
‘পতঙ্গশিকারী ফুল’র অভিনয়শিল্পীদের মধ্যে একমাত্র পরিচিত মুখ হচ্ছে মনোজ প্রামাণিক। বাকিদের মধ্যে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের শিক্ষার্থী বর্ণা পোদ্দার, হুমায়রা স্নিগ্ধা, ও ইয়ামিন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধানগরের শিশুশিল্পী জিত। এছাড়াও আরো বেশ কিছু চরিত্রে অভিনয় করেছেন রাধানগরবাসী।
ফিকশনটিতে অভিনয়ের পাশাপাশি যুগ্ম পরিচালক হিসেবে কাজ করেছেন মনোজ। তিনি কাজটি নিয়ে বলেন, ‘আমি দুবছর ধরে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছি শখের বসে। তবে আতিক ভাইয়ের সঙ্গে কাজটি একেবারেরই সময়ের দাবিতে করা।’
অপেশাদার শিল্পীদের নিয়ে কাজ করা নিয়ে প্রামাণিক বলেন, ‘আমি ছাড়া বাকি সবাই অপেশাদার। তাই সবার অভিনয়ে ‘র’ সারল্য আছে। ঘোর বর্ষার ঝুম বৃষ্টিতে ভিজে কাজ করা। বাদ যায়নি সন্ধ্যাবেলার শিয়ালের ডাক। এর আগে আমার গ্রামে কোনো শুটিং হয়নি। গ্রামের মানুষের আগ্রহ, উদ্দীপনা আর সহযোগিতায় পুরো কাজটা সম্ভব হয়েছে। তাই ছবিটাকে “কমিউনিটি ফিল্ম” বললেও বাড়াবাড়ি হবে না। ইচ্ছা আছে, এটি প্রচারিত হওয়ার আগে ঢোলের বাদ্য বাজিয়ে গ্রামে প্রচার করব।’
খুলনা গেজেট/এএমআর