গাজীপুরের কালিয়াকৈরে রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় এসে পৌঁছালে মোটরসাইকেলে এসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টা নাগাদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় পৌঁছানো মাত্রই কয়েকজন যুবক মোটরসাইকেল এসে ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এতে ট্রাকটির সামনের কেবিনের অংশ ছাড়াও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে দগ্ধ চালককে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
প্রসঙ্গত, আজ থেকে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
নবম দফার এ অবরোধ শুরুর আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, অবরোধের আগের রাতে আগারগাঁওয়ে ভুঁইয়া পরিবহন, গাবতলীতে পদ্মা লাইন ও সায়েদাবাদে গুলিস্তান-ডেমরা রুটে চলাচলকারী বাসে আগুন দেয়া হয়। এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফার ২৪ ঘণ্টার অবরোধ শেষ হয়।
খুলনা গেজেট/এনএম