খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

গাজীপুরে বজ্রপাতে নিহত দুই কিশোর ক্রিকেটারের বাড়িতে শোকের মাতম

ক্রীড়া প্রতিবেদক

গাজীপুরে অনুশীলনের পরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত জেলা অনূর্ধ্ব-১৬ দলের দুই ক্রিকেটার। আজ বৃহস্পতিবার গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬) এবং কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬)। কিশোর ওই দুই ক্রিকেটারের বাড়িতে এখন চলছে শোকের মাতম। শোকে আচ্ছন্ন গাজীপুরের ক্রীড়াঙ্গনও।

প্রতিভাবন এই দুই ক্রিকেটারের পরিবার সন্তান হারিয়ে শোকে পাগলপ্রায়। নিহত ক্রিকেটার মিজানুর রহমানের বাবা হাসপাতাল থেকে সন্তানের লাশ নিতে গিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন। দেশের বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিলো বলে কাঁদছিলেন তিনি।

মৃত মিজানুর রহমানের সহপাঠী ফরহাদ জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে গেলে একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। পরে তারা কয়েকজন বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে ফুটবল খেলছিল। হঠাৎ বজ্রপাতে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই দুই কিশোরকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল।

দলের কোচ আনোয়ার হোসেন লিটন বলেন, ‘করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন আজ অনুশীলন করতে গেলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। পরে শুনেছি কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল, তখন বজ্রপাতে মারা যায় দুজন।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!