ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস) বুধবার রাত সোয়া একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার।
পিআরসিএস এক্স-এ হামলার একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, গাজা শহরের তাল আল-হাওয়া নামক এলাকায় অবস্থিত আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। এতে হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিআরসিএসর ওই এক্স পোস্টে জানানো হয়েছে, রোগী ছাড়াও ইসরায়েলের হামলায় গৃহহীন হওয়া গাজার ৮ হাজারের বেশি ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন।
এর আগেও ইসরায়েল আল-কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালিয়েছে। ২০০৯ সালে গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।
এর আগে মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। তবে ইসরায়েল হামলার দায় অস্বীকার করছে।
খুলনা গেজেট/এইচ