ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও ইসরায়েলি হামলায় অন্তত ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলি বাহিনীর আকাশ ও স্থল অভিযানে এখন পর্যন্ত ২১ হাজার ৫০৭ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৫৫ হাজার ৯১৫ জন। সংবাদমাধ্যমটির তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ৫০১ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্যা টাইমস অফ ইসরায়েল বলছে, গত ৭ অক্টোবরের পর থেকে এ হতাহতের ঘটনা ঘটে।
৮৩ দিন ধরে চলা গাজার যুদ্ধে উভয়পক্ষের হতাহতের সংখ্যাটি ক্রমাগত বেড়ে চলেছে। নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও বাড়ছে সমান হারে। এ পর্যন্ত ৬ হাজার আহত সেনা নিয়ে বেকায়দায় পড়েছে ইসরায়েল। জানা গেছে, আহতদের মধ্যে অনেকেই ক্ষতের কারণে এখন আর যুদ্ধে অংশগ্রহণের যোগ্য নয়।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সীমান্ত বেড়া ডিঙিয়ে ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই ঘটনায় অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। পরে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা। এর প্রতিশোধ নিতে ওইদিন থেকেই আকাশ পথে অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। পরে স্থল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।
খুলনা গেজেট/ এএজে