খুলনা, বাংলাদেশ | ৮ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থী শিবিরের একটি জাবালিয়া। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সবকিছু অবরুদ্ধ করে নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। বুধবার (২৩ অক্টোবর) শুধু একদিনেই ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইসরাইলের অব্যাহত হামলার মুখে মৃত্যুভয়ে জাবালিয়া ছেড়ে পালাচ্ছেন তারা। এমনিতেই শরণার্থী শিবিরে কয়েকদফা হামলার কারণে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব মানুষ। আর সেখানে ত্রাণ সরবরাহ, খাদ্য কার্যক্রম বন্ধ করে দিয়ে নিষ্ঠুর হামলা চালাচ্ছে ইসরাইল।

গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইল বারবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। মাত্র দেড় বর্গকিলোমিটারেরও কম আয়তনের এই শিবিরে ১ লাখ ১৬ হাজারের মতো নিবন্ধিত শরণার্থী বাস করেন।

ইসরাইলে মানবাধিকার সংস্থা বি’টসেলেমে জানিয়েছে, উত্তর গাজায় ‘জাতিগত নিধনের’ মাধ্যমে বৈশ্বিক মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগ নিচ্ছে ইসরাইল।

গোটা গাজা উপত্যকায় বড় যে আটটি শরণার্থীশিবির রয়েছে, তার একটি জাবালিয়া। এটি গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি। আর এমন জায়গায় যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমাও ব্যবহার করেছে ইসরাইল।

অন্যদিকে ইসরাইলের দাবি, হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়ার সক্ষমতা হ্রাস করতে জাবালিয়াতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!