ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলা চালালে কিছু অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকির পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধে একা লড়তে প্রস্তুত ইসরায়েল।
নেতানিয়াহুর বিবৃতিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের যদি একা থাকতে হয়, আমরা একাই থাকব।’
গাজায় সাত মাসের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ১৪ লাখের মতো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন রাফাহতে। উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বড় পরিসরে হামলা চালালে ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলে বুধবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
নেতানিয়াহু তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের ওই হুমকির কথা উল্লেখ না করলেও ১৮৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের দিকে ইঙ্গিত করে জোর দিয়ে বলেন, ‘আমরা ছিলাম অনেকের বিরুদ্ধে অল্প কয়েকজন।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং শত্রু ও আমাদের যারা ধ্বংস করতে চায়, তাদের পরাস্ত করতে আমরা সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ।’
খুলনা গেজেট/এনএম