গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বর প্রার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে জয়ী মেম্বর প্রাথীর বিজয় মিছিল থেকে তার উপর হামলা করা হয়েছে। গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহারুল ইসলাম। তিনি হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে রোববার ভোটে দাঁড়িয়েছিলেন। এই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববারের ভোটে শাহারুলকে হারিয়ে মেম্বর নির্বাচিত হন ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবীর। হরিরামপুর গ্রামে তার সমর্থকরা মঙ্গলবার সন্ধ্যায় বিজয় মিছিল করেন।
নিহতের ছেলে শিহাব মিয়া বলেন, ‘আমার বাবা দাওয়াত খেতে যাচ্ছিলেন। ফিরোজের মিছিল থেকে আমাদের একজনকে মারধর করে। এটা শুনে বাবা সেখানে যায়। পরে তাকে বাদ দিয়ে বাবার বুকে, পিঠে ও শরীরের মারধর করে। পরে আব্বার গোপনাঙ্গে লাথিও মারেন ফিরোজ।’
শিহাব জানান, ফিরোজ কবীর ও তার কর্মী রাজ্জাক, শফিকুল, মজিবুর ও হাতেম তাই তার বাবার ওপর হামলা চালায়। তিনি ও এলাকার লোকজন মিলে শাহারুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে পাবনার হেমায়েতপুরে নির্বাচন পরবর্তি সহিংসতায় একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত ব্যক্তির নাম মো. শামীম। নাজিরপুর হাটপাড়া এলাকায় সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন পরবর্তি সহিংসতায় গুলি করে হত্যার এই ঘটনা ঘটেছে।
খুলনা গেজেট/ এস আই