শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মচারী শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই কর্মচারীর নাম আজিজুল ইসলাম মিলন (২৭)। ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সামন্ত লাল সেন।
সামন্ত লাল সেন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মিলন নামের ওই কর্মচারীর মৃত্যু হয়। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। আমি শুনেছি, মিলন গতকাল রাতে হুইল চেয়ারে করে বাথরুমে ঢুকে নিজের গায়ে আগুন দেন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী জেলায়।’
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আউটসোর্সিংয়ে গত এক বছর ধরে ইনস্টিটিউটের রিসিপশনে কাজ করতেন মিলন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। কর্মস্থলে কয়েক মাসের বেতনও বকেয়া ছিল তাঁর।
এ বিষয়ে সামন্ত লাল সেন বলেন, ‘তাঁর কয়েক মাসের বেতন বকেয়া আছে কি না, আমি জানি না। তিনি ঋণগ্রস্ত ছিলেন কি না, সেই তথ্যও আমার কাছে নেই। এসব ব্যাপারে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু বলেন, ‘তিনি (মিলন) নিজের গাঁয়ে নিজে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কী কারণে তিনি এই কাজ করেছেন, জানা যায়নি। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।’
খুলনা গেজেট/এনএম