খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবায় বাগেরহাটে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

বাগেরহাট প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় গর্ভবতী মায়েদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক বিগ্রেডের অধিনস্ত ৪৩ বীর ইউনিট ওসিএমএইচ বরিশালের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামুল্যে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চিকিৎসা সেবা নিতে আসা গর্ভবতী মায়েরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ক্যাম্প স্থাপন করে সোমবার (১৭ আগস্ট) দিন ব্যাপি চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসা সেবা প্রদানকরা হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণকরা হয়। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলমমিলন, বরিশাল শেখ হাসিনা সেনাবাহিনীর ২৮পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম এই স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শনকরেন। স্বাস্থ্য সেবা নিতে আসা গর্ভবতী মায়েদের সাথে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন।

এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ৪৩ বীর ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শামস ইয়াসীন খান পিএসসি, শরণখোল উপজেলা নির্বাহী অফিসার সরদারমোস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদাইয়াসমিন, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এসকে আব্দুল্লাহ আল সাইদসহ স্থানীয়রা উপস্থিত ছিলন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!