খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

গরু জবাই করে মাংস চুরি!

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে জবাই করে মাংস চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের সাবেক মেম্বার গোয়ালবাড়িয়া গ্রামের আ. রাজ্জাক হাওলাদার রোববার সন্ধ্যায় প্রতিদিনকার মত তার ৫টি গাভী ও ১টি বলদ গরু গোয়ালঘরে বেঁধে রাখেন। সকালে তিনি গোয়ালঘরে গিয়ে একটি গরু দেখতে না পেয়ে খুঁজতে বের হন। দিনভর খোজাঁখুজির পর বাড়ির অদূরে একটি পরিত্যক্ত বাড়িতে গরুর মাথা, পা ও চামড়া দেখতে পান।

ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় গোয়ালঘর থেকে দুর্বৃত্তরা তার গরুটি চুরি করে নিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাবেক মেম্বর আব্দু রাজ্জাক অভিযোগ দায়ের করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!