খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

গেজেট ডেস্ক

মাগুরার শ্রীপুরে গরু-ছাগল বাঁচাতে গিয়ে মিরাজ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে।

সোমবার (১৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জোকা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই গ্রামের ফয়জুর রহমানের ছেলে। সে চর গোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারিদিক ছড়িয়ে পড়ে। গোয়াল ঘরে থাকা গরু-ছাগল উদ্ধার করতে গেলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয়। আগুনে গোয়াল ঘরে থাকা ১টি গরু ও ৪টি ছাগল মারা গেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিসারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ আলী বলেন, শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মাগুরা ও শ্রীপুর দুইটি দমকলবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ অগ্নিকাণ্ডে এক কিশোর মারা গেছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!