২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বধ্যভূমিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছন জেলা প্রশাসন। পরে তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের পিছনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মশু, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
খুলনা গেজেট/ এসজেড