দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে জয়ী হবে বিএনপি। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ করছে দলটি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়াউর রহমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা শেষে মির্জা ফখরুল বলেন, সমগ্র জাতি আজ অন্ধকারে নিমজ্জিত। এ অবস্থা থেকে তারা মুক্তি চায়। তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে রক্ষার সংগ্রামে মানুষ রাস্তায় নেমেছে। তারে আজ জেগে উঠেছে। তাই অতিদ্রুত সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
বিএনপি মহাসচিব বলেন, জাতি যখন সংকটে ছিল জিয়াউর রহমান এগিয়ে এসে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশকে মুক্ত বাজার অর্থনীতিতে নিয়ে গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু।
খুলনা গেজেট/ বিএমএস