জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতরা নতুন বাংলাদেশের স্রষ্টা।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) অভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অপরাধী অবশ্যই তাদের বিচার করতে হবে।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা গন্ডগোল করবে তাদের আইনের আওতায় আনা ছাড়া অন্যকোন বিকল্প নেই। এ সময় অভ্যুত্থান পরবর্তী একতা ধরে রেখে সবাইকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
খুলনা গেজেট/এনএম