খোলা বাজারে রেকর্ড পরিমাণ দর উঠেছে ডলারের। তবুও চাহিদা অনুযায়ি ডলার মিলছে না। যেসব মানি চেঞ্জারের কাছে ডলার পাওয়া যাচ্ছে তারা প্রতি ডলার ১১৮ টাকা থেকে ১১৯ টাকা দরে বিক্রি করছেন। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে। বুধবার বিকালে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান গুলোতে এই চিত্র দেখা যায়। এর আগে সোমবার সর্বোচ্চ ১১৫ টাকা দরে খোলা বাজারে ডলার বিক্রি হয়েছিল।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাহকদের চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না তারা। তাই অধিকাংশ ব্যবসায়ীই ডলার বিক্রি করতে পারছেন না। তবে যাদের কাছে আছে তারা নিজেদের ইচ্ছা মতো দামে বিক্রি করছেন।
মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, এখানের অধিকাংশ মানি এক্সচেঞ্জগুলোতে ডলার নেই। যারা ডলার কিনতে আসছে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে কেউ এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি করতে আসলে তারা ১১৩ টাকা থেকে ১১৪ টাকা দরে কিনে নিচ্ছেন।
একজন ব্যবসায়ী বলেন, সকাল থেকে আমরাই ডলার কিনতে পারি নাই, বিক্রি করব কিভাবে। এখন তীব্র সংকট ডলারের। তাই কাস্টমার ফিরিয়ে দিতে হচ্ছে।
খুলনা গেজেট / আ হ আ