খুলনা মহানগরীতে ৮২২টি দোকানে অবৈধভাবে তামাকজাত দ্রব্য বিক্রি ও অবৈধ বিজ্ঞাপন প্রচার করছে। তাদের তালিকা পৌঁছে দেয়া হয়েছে জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলীর হাতে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা টাক্সফোর্স কমিটির অনুষ্ঠিত সভায় এ তালিকা হস্তান্তর করা হয়। এইড ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন সিয়াম’র সহযোগিতায় ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ডেট আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, সিনিয়র সাস্থ্য শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ ও এইপ’র প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক।
সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের হাতে ডিজিটাল ট্যাপ্স ব্যান সার্ভের রিপোট তুলে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা আরো বেগবান করা, পাবলিক প্লেসে ধুমপানমুক্ত এলাকা সম্বলিত সাইন প্রদর্শন নিশ্চিত করা এবং তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচার প্রচারণারোধে ভ্রাম্যমান আদালত কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা গেজেট/এআইএন