খুলনা মহানগরীর রূপসা ব্রীজ সংলগ্ন এলাকায় রূপসা অটোরাইস মিল থেকে সরকারি ৮ হাজার কেজি চাল জব্দ করেছে র্যাব-৬। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে লবনচরা থানায় মামলা প্রক্রিয়াধীন ছিল। গ্রেপ্তারকৃতরা হল বটিয়াঘাটার খারাবাদ এলাকার আফছার আলী আকুঞ্জির ছেলে মোঃ সামসুল ইসলাম উরফে শাহাজাদা আকুঞ্জি (২৮) ও বাগেরহাটের মোড়েলগঞ্জের কুটিবাড়ী এলাকার হামিদ উদ্দিন তালুকদারের ছেলে মোঃ মোস্তফা কামাল তালুকদার (৪৮)।
র্যাব সূত্র জানিয়েছেন, নগরীর রূপসা ব্রীজ সংলগ্ন মেসার্স রূপসা অটোরাইস মিলের মধ্যে কতিপয় অসাধু ব্যবসায়ী (‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তরের সীলমোহর যুক্ত) সরকারি চাল মজুদ করে কালোবাজারীর মাধ্যমে ক্রয়-বিক্রয় করছে; এমন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে মেসার্স রূপসা অটোরাইস মিল থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- খুলনার বটিয়াঘাটার খারাবাদ এলাকার আফছার আলী আকুঞ্জির ছেলে মোঃ সামসুল ইসলাম উরফে শাহাজাদা আকুঞ্জি (২৮) ও বাগেরহাটের মোড়েলগঞ্জের কুটিবাড়ী এলাকার হামিদ উদ্দিন তালুকদারের ছেলে মোঃ মোস্তফা কামাল তালুকদার (৪৮)। ঘটনাস্থল থেকে খারাবাদ এলাকার আলী আকবর আকুঞ্জির ছেলে মোঃ আতিকুর রহমান আকুঞ্জী (৫০) কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে ২৬৭ বস্তায় ভর্তি মোট ৮ হাজার ১০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এছাড়া একটি বস্তা সেলাইয়ের মেশিন, একটি ট্রাক, একটি ট্রলার, দু’টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড জব্দ করা হয়েছে।
আসামীদের জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে, অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে দীর্ঘদিন তারা সরকারী চাল মজুদ করে কালোবাজারীর মাধ্যমে ক্রয়-বিক্রয় করছিল। সরকারি সীল লাগানো বস্তাগুলো পরিবর্তন করে অন্য বস্তায় চাল প্যাকেটিং করে ক্রয়-বিক্রয় করতো।
এঘটনায় লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এআইএন