খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র কাপ কিশোরী ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হবে। কেসিসি’র সংরক্ষিত আসনের ১০ জন কাউন্সিলরের নেতৃত্বে ১০টি কিশোরী টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী ২২ জানুয়ারি খুলনা জিলা স্কুল ময়দানে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
উল্লেখ্য, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্ণামেন্টে অনুর্ধ ১৩ বছর বয়সী কিশোরীগণ অংশগ্রহণ করবে। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ১০টি টীমের নাম ১০টি নদীর নামে অর্থাৎ রূপসা, কাজীবাছা, মধুমতি, ভৈরব, ইছামতি, পশুর, ময়ূর, কপতাক্ষ, হরিণটানা ও চিত্রা নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র ইউনিসেফ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুরা জাতির ভবষ্যিৎ কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। আর মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রতিটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে ইউনিসেফ কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সিটি মেয়র আরও বলেন, সংস্থাটি ইতোপূর্বেও খুলনার কিশোরীদের জন্য ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেছে। আগামীতেও সংস্থাটি এ সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেসিসির মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস, ফকির মোঃ সাইফুল ইসলাম, এম.ডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, জেলার ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান, ইউনিসেফ-এর শিশু সুরক্ষা কর্মকর্তা মুমিনুন নেছা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই