খুলনা, বাংলাদেশ | ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফলে বিভিন্ন উপ-কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন বলেন, “ আগামী ৬ নভেম্বর খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে পরীক্ষিত পরিশ্রমী ত্যাগী ও নবীন প্রবীনের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। আমরা একটি সুন্দর কমিটি গঠন করে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগকে একটি নতুন ধারা প্রদান করতে চাই। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী সংগঠন দাঁড় করানোই আমাদের মূল লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও অস্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সুন্দর ও ইতিবাচক কমিটি গঠন করে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি দেশের বিরুদ্ধে সকল অপ তৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রনী ভুমিকা পালন করবে।”

শনিবার বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিল আহমেদ জুয়েল বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জেড.এ মাহমুদ ডন।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো: মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলীর পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাজী সাইফুল খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এমএ নাসিম, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ড. সাঈদুর রহমান, মো: জিলহাজ্জ হাওলাদার, আজিজুর রহমান রাসেল, রেজাউল করিম রেজা, রাসেল ভুলু, তাজমুল হক তাজু, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, মো: কামরুল ইসলাম, মোস্তফিজুর রহমান কামাল, আশরাফুল আলম বাবু, জিএম রেজা, মো: রুহুল আমিন রবি, মো: জাহাঙ্গীর হোসেন, মো: সাহিদুল ইসলাম সাইদ, মো: নজরুল ইসলাম নবী, মো: ইসমাইল হোসেন, রায়হান উদ্দীন শেখ, আসিফ সবুজ, শাহ্ রেজা, শফিকুল ইসলাম অভি, মিজানুর রহমান মিজান, দিদারুল আলম, শংকর কুন্ডু, রুমান আহমেদ, পিয়াল হাসান সহ মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমন্বয় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত সমূহ; সম্মেলন সমন্বয় কমিটির আহবায়ক মীর বরকত আলী, সদস্য সচিব মো: মোতালেব হোসেন, সদস্যবৃন্দ হাজী সাইফুল খান, এমএ নাসিম, আসাদুজ্জামান রাসেল, মো: জিলহাজ্জ হাওলাদার সহ বিভিন্ন উপ-কমিটির আহবায়ক, সদস্য সচিব, থানা/উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্য হিসেবে থাকবেন।

অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক এম. নাসিম, সদস্য সচিব শেখ মো: ফেরদৌসুর রহমান, প্রচার উপ-কমিটির আহবায়ক আসাদুজ্জামান রাসেল, সদস্য সচিব রাসেল ভুলু, অর্থ উপ-কমিটির আহবায়ক ড. সাইদুর রহমান, সদস্য সচিব মো: মোতালেব হোসেন, সদস্য জেড এ মাহমুদ ডন, দপ্তর উপ-কমিটির (মহানগর ) আহবায়ক মো: জিলহাজ¦ হাওলাদার, সদস্য সচিব মো: আমিরুল ইসলাম বাবু, দপ্তর উপ-কমিটির (জেলা) আহবায়ক মো: লিটন কুমার রায়, সদস্য সচিব শেখ ওয়াহেদুজ্জামান, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক রেজাউল ইসলাম রাজা, সদস্য সচিব আসিফ সবুজ, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহবায়ক মো: রেজাউল করিম রেজা, সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসেন।

আপ্যায়ন উপ-কমিটির (মহানগর) আহবায়ক আশরাফুল আলম বাবু, সদস্য সচিব কাজী ইউসুফ আলী মন্টু, আপ্যায়ন উপ-কমিটির (জেলা) আহবায়ক মো: জিয়াদুল ইসলাম মিলন, সদস্য সচিব বিএম আনোয়ারুল ইসলাম মনি, শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক মো: কামরুল ইসলাম, সদস্য সচিব, মাইনুদ্দিন মাসুদ রানা, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক ডা. আল এমরান হোসেন প্রিন্স, সদস্য সচিব মো: নাসির উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!