খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

খুলনায় সিপিবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় এক সমাবেশ নগরীর পিকচার প্যালেস মোড়ে আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় এবং নগরীতে এক বর্ণাঢ্য লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে নগরীর ফেরীঘাট মোড়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, এড. চিত্তরঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ, অশোক সরকার, কিশোর রায়, নিতাই গাইন, মিজানুর রহমান বাবু, নিতাই পাল, সমীরণ গোলদার, সাইদুল ইসলাম, মন্মথ বিশ্বাস, অসীত সরকার, কিংশুক রায়, রসু আক্তার, সুভাষ সানা মহিম, এড. নিত্যানন্দ ঢালী, রুস্ত আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান রাসেল, পলাশ দাস, শাহীনা আক্তার, আব্দুল হালিম, মৃণাল পাল, গাজী আলাউদ্দিন, তুলসী দাস রায়, এস এম চন্দন, হুমায়ুন কবীর, গাজী আফজাল, এড. প্রীতিষ মন্ডল, রঙ্গলাল মৃধা, শ্রীবাস অধিকারী, সাইদুর রহমান বাবু, ওয়াহিদুর রেজা বিপলু, গোলাম রব্বানী, প্রদীপ সাহা, সরকার ভূষণ চন্দ্র তরুন, মিনু রানী মন্ডল, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জামসিদ হাসান জিকু, শেখ রবিউল ইসলাম রবি, উত্তম রায়, হুজায়ফা আলামিন প্রমুখ।

শুরুতে দলের প্রবীণ নেতা দেলোয়ার হোসেনসহ প্রবীণ নেতৃবৃন্দের দ্বারা বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা বলেন, সমৃদ্ধশালী ইতিহাস ঐতিহ্যের স্রষ্টা কমিউনিস্ট পার্টি শ্রমিক-কৃষক-মেহনতী মানুষ তথা মানবমুক্তি লড়াইয়ে সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। যার ধারাবাহিকতা আজও বিদ্যমান। লুটেরা, দুর্নীতিবাজ, বিদেশে অর্থ পাচারকারী গংদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তথা বাম গণতান্ত্রিক বলয়কে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

এ সময়ে ভোটাধিকার, চলার ও বলার অধিকার সকল কালা-কানুন বাতিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আটক ৭ জন ছাত্রনেতাসহ অন্যান্যদের মুক্তি এবং লেখক মুশতাক হত্যার প্রকৃত রহস্য উদঘাটনপূর্বক দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯২০ সালে গঠিত ভারতের কমিউনিস্ট পার্টি, ১৯৪৭ সালে দেশবিভাগের পর ১৯৪৮ সালে ৬ মার্চ পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নাম ধারণ করে।সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!