সারাদেশে মতো খুলনায়ও দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল থেকে রাস্তায় অসংখ্য মানুষ চলাচল করছে। তবে অধিকাংশ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যায়। তাদের অনেকের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
এদিক মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল থেকে মাঠে নামে খুলনা জেলা প্রশাসন। এদিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৩ টি মামলায় ৪৫ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে ৫ এপ্রিল থেকে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে খুলনা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
লকডাউনের দ্বিতীয় দিনে খুলনা মহানগর ও জেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে খুলনা জুড়ে ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪৫ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ এস আই