খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

খুলনায় যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিশ্বের যুদ্ধপরিস্থিতিতে সকল পণ্যের মুল্য বৃদ্ধি পাচ্ছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও আমদানিকৃত নিত্যপন্যের দাম উর্দ্ধমুখী। যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। আমরাও জোর দাবী জানাই উদ্ধমুখী বাজারের এই লাগাম টেনে ধরার। কিন্তু আমাদের বিএনপি জামায়াত ও তাদের অনুসারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির শ্লোগান দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে সরকারের সমালোচনা করছেন। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ জনগনকে বলছেন না।

শনিবার বিকাল চারটায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহনাগর শাখা আয়োজিত প্রতিবাদী মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নগর যুবলীগের আহবায়ক সফিকুর ররহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ।

এ সময় আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, রফিকুল ইসলাম রফিক, ইস্রাফিল হোসেন জনি, পলাশ মন্ডল, অভিজিৎ পাল, থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, শওকাত হাসান, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, ইমরুল ইসলাম রিপন, বাদল সিপাহী, ইব্রাহিম আহমেদ তপু, মাসুম উর রশিদ, জামাল হোসেন, জামিল আহমেদ সোহাগ, লাবু আহমেদ, জিহাদুর রহমান জিহাদ, চৌধুরী রিয়াজ মাহমুদ, রাকিবুল ইসলাম, শাহাবুদ্দিন সাবু, ইউসুফ শেখ, সাকিব হাওলাদার, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমাজ উদ্দিন রিপন, মেহেদী হাসান, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, হিরন হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, যুবলীগ কর্মী পলাশ সাহা দেবু, সাদ আহমেদ খান, সাগর মজুমদার প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল দলীয় কার্যালয় হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!