খুলনা নগরীর শেরে এ বাংলা রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন ২ ভাই। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত ইসলাম। তিনি ১ নং কাশেম সড়কের জনৈক রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, ১ নং কাশেম সড়কের রবিউল ইসলামের ২ ছেলে রিফাত ইসলাম ও রোহান। রিফাত নগরীর ফেরীঘাট মোড় সংলগ্ন হানিফ কমপ্লেক্সের সেনেটারী গ্যালারীতে কর্মরত ছিল। ছোট ছেলে নগরীর একটি প্রিন্টিং প্রেসে কাজ করত। সকালে তারা ২ ভাই খাবার খেয়ে কর্মস্থলের পথে যাত্রা করে। তারা সকালে নিরালা পার হয়ে হাজী বাড়ির সামনে পৌছালে জাহিদুর রহমান সড়ক দিকে একটি বাইসাইকেল তাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। ওই বাইসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে তারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দু’ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দু’ভাই মাথায় গুরুতর আঘাত পায়। দু’জনই আইসিইউতে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে রিফাত ইসলাম দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ছোটভাই রোহান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও গুরুতর।
নিহত রিফাতের দুলাভাই মো: রিপন হাওলাদার এ প্রতিবেদককে বলেন, হাজীবাড়ি মোড় জাহিদুর রহমান সড়ক দিয়ে ওঠা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। তারা ২ ভাই মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা আসি। পরবর্তীতে রিফাত মারা যান। রোহান চিকিৎসাধীন রয়েছে।
সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এস আই মুক্তা রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।