খুলনায় মাদক মামলায় এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
সোমবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেনে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ।
সাজাপ্রাপ্ত আসামি হলেন, ফাতেমা বেগম। তিনি পিরোজপুর মাছিমপুর এলাকার জাহাঙ্গীর শেখের স্ত্রী।
আদালতের সূত্র জানায়২০১৯ সালের ২২জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ গোয়েন্দা শাখা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসা বাসস্ট্যান্ডের পাশে এক নারী কয়েকদিন ধরে মাদকদ্রব্য বিকিকিনি করছে। এমন সংবাদে তারা পরেরদিন সেখানে অভিযান পরিচালনা করে ফাতেমা বেগমের কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার এস আই মো: মোসাদ্দেক হেসেন ওই নারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।