খুলনায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ( ১ ডিসেম্বর) খুলনা জিরো পয়েন্ট কৃষ্ণনগর এলাকায় ১১২ বোতল ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেখ ইমরান হোসেন ইমু(২২), মাহমুদ হোসেন ইমরান (২৫), আব্দুল হান্নান (২৩), মোঃ আলাল শেখ (৩০), মোঃ ইউসুফ উদ্দিন গাজী (৩০)।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে মঙ্গলবার খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় খুলনা জেলা প্রশাসন নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন এবং মোঃ রাকিবুল হাসান।
খুলনা জেলায় মাদকের ব্যবহার ও বাণিজ্য রোধে জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট / এমএম