খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গত ২৪ঘন্টায় ১১জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানান, গ্রেফতারকৃতরা হল- বাগেরহাটের মোড়েলগঞ্জের সুতলড়ী গ্রামের অহিদুল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(২০), রামপালের কাচাখালীর ইউনুচ আকনের ছেলে মোঃ সবুজ আকন(৩০), পুটয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীর শরিফুল ইসলামের ছেলে বেলাল হোসেন(২২), যশোরের মঠবাড়ী পূর্বপাড়ার মৃত আঃ সাত্তার মল্লিকৈর ছেলে মোঃ শওকত(৪৯), নগরীর খালিশপুরের মুজগুন্নী আবাসিক এলাকার মৃত মন্টু হাওলাদারের ছেলে মোঃ মিলন হাওলাদার(৩৭), মুজগুন্নী মোল্যাপাড়ার আজহার উদ্দিনের ছেলে মোঃ আব্দুল্লাহ হুসাইন(৪২), দিঘলিয়ার চন্দনী মহল দত্তপাড়ার আকবর আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন(৩৬), দৌলতপুরের আঞ্জুমান রোডের আমতলা মোড়ের কামাল শেখের ছেলে আলম শেখ(৪০), গোপালগঞ্জের সুলতান শাহী উত্তরপাড়ার মৃত সুরত খা’র ছেলে মোঃ নজরুল ইসলাম খাঁ ওরফে কাশেম(৩৭), পিরোজপুরের মঠবাড়িয়ার ধানসাপা এলাকার মোঃ সোহরাব মল্লিকের ছেলে মোঃ সুমন মল্লিক(২৯), জিয়ানগরের টগরা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ মাসুদ রানা হাওলাদার(১৯)। প্রত্যেকেই নগরীতে ভাড়া বাসায় বসবাস করে। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ৩২ বোতল ফেন্সিডিল, ৭৫ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!