খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১২লিটার দেশীয় চোলাই মদ, ২৪ বোতল ফেন্সিডিল ও ৭পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ঘটনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার বলেন, গ্রেফতারকৃতরা হল- রূপসার কাজদিয়া এলাকার তরিকুল ইসলামের ছেলে মোঃ রাশেদ (২২), নগরীর ৫নং ঘাট এলাকার ডি ব্লকের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ মিন্টু (৪৫) ও নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ রকি (২৩)। রকিকে খালিশপুরের হাউজিং বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!