খুলনা, বাংলাদেশ | ২৮ আশ্বিন, ১৪৩১ | ১৩ অক্টোবর, ২০২৪

Breaking News

  আড়াই ঘণ্টা চেষ্টার পর পুরোপুরি নিয়ন্ত্রণে বরিশাল শেরে ই বাংলা মেডিকেলের আগুন
  বিসর্জনে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

খুলনায় ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল রক্ষার দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জমি, জলাভূমি ও বিলান জমি রক্ষার দাবি জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ আগস্ট) এক যুক্ত বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

গত ১৩ আগষ্ট ধারণকৃত এই ভিডিওতে দেখা গেছে, নগরীর রায়েরমহল বাঙ্গালবাড়ি এলাকার বাসিন্দা জনৈক মোঃ শাহজাহানের নেতৃত্বে কতিপয় শ্রমিক খুলনা সিটি কর্পোরেশনের রাযেরমহল ও ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মধ্যকার একটি খাল ঘিরে ফেলে ভরাটের উদ্যোগ নিচ্ছে। খালটি ডুমুরিয়ার অন্তর্গত হওয়ায় স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি তুহিন কেন কার নির্দেশে কাজ করা হচ্ছে জানতে চান। এ সময় খুলনার শাসকদলের তিন নেতার নাম উল্লেখ করে তাদের নির্দেশে তিনি খাল দখলের কাজ করছেন বলে জানান।

চেয়ারম্যান তুহিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী ভূমির শ্রেণী পরিবর্তন আইন করে নিষিদ্ধ করেছেন। কোন বিলান জমি, খাল বালি দিয়ে ভরাট করা যাবেনা বলে নির্দেশ দিয়েছেন। সেই আইনের লঙ্ঘন করে কেন কাজ করা হচ্ছে, এর কোন সদুত্তর দিতে পারেননি উক্ত শাহজাহান।

বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, শাসক দলীয় লুটেরা নেতানেত্রীদের সর্বগ্রাসী লোভের করাল গ্রাস থেকে খাল-বিল-জলাভূমি কিছুই রক্ষা পাচ্ছেনা। জলবায়ু পরিবর্তন জনিত কারণে উপকূলীয় জনপদ খুলনা অনেক আগেই ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় ঠাঁই পেয়েছে। সামান্য বৃষ্টি হলেই নগরী জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে। যার প্রধান কারণ হিসেবে শহরতলী এলাকার নিম্মভূমি বেপরোয়াভাবে ভরাট করে দখলবাজি, বিভিন্ন অবৈধ হাউজিং প্রকল্প স্থাপন ও স্থাপনা নির্মাণকে দায়ি করছেন পরিবেশবীদরা। আর এই কাজে সর্বাগ্রে এগিয়ে রয়েছেন শাসক দলের শীর্ষ পদধারী নেতারা।

বিএনপি নেতারা বিবৃতিতে খাল দখলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে সামাজিক গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

বিবৃতিদাতারা হলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম তুহিন, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!