খুলনার কয়রা উপজেলার নারায়নপুর এলাকা থেকে ভারতীয় প্রায় তিন লাখ জাল রুপিসহ তিনজন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবারের এঘটনায় আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- কয়রার ফতেকাটি এলাকার মোঃ আমিন উদ্দিন মোল্যার ছেলে সাইফুল ইসলাম (২২), সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ রমজান আলী (২৩) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ কাজল ইসলাম (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, তাদের কাছ থেকে সিমেন্টের বস্তার তৈরি ব্যাগের মধ্যে টুকরা টুকরা কাপড় দ্বারা মোড়ানো ২ লাখ ৯৬ হাজার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়। এসময়ে তাদের ব্যবহৃত নীল রঙের রেজিষ্ট্রেশন বিহীন ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় জাল রুপি সংগ্রহ করে খুলনার বিভিন্ন এলাকাতে বাংলাদেশী টাকার বিনিময়ে সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সর্বশেষ এঘটনায় জেলা গোয়েন্দা শাখাার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে কয়রা থানায় মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এআইএন