খুলনার ২১ নং ওয়ার্ড প্রভাতী স্কুলের সামনে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম হল বনমালী মন্ডল। কয়রা উপজেলার বাসিন্দা জনৈক জতিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নগরীর কদমতলা এলাকার মেসার্স পদ্মা ভান্ডারের মালিক।
খুলনা রেলওয়ে থানার এস আই ইদ্রিস খুলনা গেজেটকে বলেন, রোববার দুপুর ৩ টার দিকে বাড়ি থেকে ব্যবসায়ীক প্রতিষ্ঠান পদ্মা ভান্ডারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে তিনি আর ওই প্রতিষ্ঠানে ফিরে যান নি। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে প্রভাতী স্কুলের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। তাতে বিষাক্ত গন্ধ পাওয়া গেছে। তবে প্রাথমিক পর্যায়ে কোন মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা খবির আহমেদ বলেন, এটি আত্মহত্যা বা হত্যা প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছেনা। মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট এলে বলা যাবে। পরিবারের সদস্যরা এখনও কোন অভিযোগ দায়ের করেনি। তবে রেলের স্টেশন মাস্টার লিখিত দিয়েছেন। তার ভিত্তিতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও বলেন, বনমালী এর আগে স্টেশন এলাকার একটি ভান্ডারে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি নিজে একটি প্রতিষ্ঠান খোলেন। সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট এলে পরিস্কারভাবে বলা যাবে।
এর আগে পাইকগাছার ফুলবাড়ি গ্রামে অনুপমন্ডল নামে এক মসলা ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
খুলনা গেজেট/ এসজেড