খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  খুলনায় মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত
বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে

খুলনায় ব্যক্তিমালিকানা পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি: নং ১০ এর উদ্যাগে শ্রম আইন অমান্য করে বন্ধকৃত মহসেন, এ্যাজাক্স, জুট স্পিনার্স আফিলসহ সকল কলকারখানার শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও আংশিক চালু সোনালি জুট মিল পুর্নাঙ্গরুপে চালু, মেয়াদউত্তীর্ণ সকল জুট মিলের সিবিএ নির্বাচন দেওয়াসহ ৬ দফা দাবিতে বুধবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করেছেন শ্রমিকরা।

এতে সভাপতিত্ব করেন জাতীয় মজুরি বোর্ডের সদস্য প্রবীণ শ্রমিক নেতা মোঃ শহিদুল্যাহ খা। ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক ও শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সোবহান মোল্যা, মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ওয়াহিদ মুরাদ, মোঃ নুরুজ্জামান, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, আঃ সালাম, নিজাম উদ্দিন, মনিরুল, নূরে আলম, নূর মোহাম্মদ, আবুল কাশেম, আব্দুল ওহাব, বখতিয়ার হোসেন, আমির মুন্সি, আব্দুল ওয়াদুদ, আতিয়ার মোল্যা, কুদ্দুস খান, জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, আজিজুল, মিহির রঞ্জন বিশ্বাস, বেল্লাল, ইমরান, বাবুল, কাবিল হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসুচিতে বক্তৃতা প্রদানকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিমালিকানা জুট মিলের সমস্য সংক্রান্ত বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও বিভাগীয় শ্রম পরিচালক এর মাধ্যমে বৈঠকে একাধিক সিদ্ধান্ত হওয়ার পরও শ্রমিকদের কোন দাবি আদায় হয়নি। তাই রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় করা হবে। এছাড়া একই দাবিতে আগামী ৯ নভেম্বর বেলা ১১ টায় ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হবে বলে আন্দলনরত নেতৃবৃন্দ জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!