খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

খুলনায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, ‘খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে তেমনি সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখে। সুস্থ ও সবল দেহের অধিকারী হতে হলে খেলাধুলার বিকল্প কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘বিপথগামীদের সামাজিকভাবে ভালো রাখতে হলে তাদেরকে খেলাধূলার মধ্যে রাখতে হবে। প্রত্যেক ওয়ার্ডে খেলাধূলার ব্যবস্থা থাকলে সেখানে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা ও সেবন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি থাকতে পারে না। এজন্যে ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একটি উন্নত ও সুশীল সমাজ গড়তে হলে খেলাধূলাকে অগ্রাধিকার দিতে হবে।’

তিনি শেখ হাসিনার উন্নত দেশ গড়তে প্রত্যেক ওয়ার্ডে খেলাধূলার প্রচলন অব্যহত রাখার জন্য কাউন্সিলর, সভাপতি সাধারণ সম্পাদকদের প্রতি আহবান জানান। শনিবার দুপুর ১২টায় ২১ নং ওয়ার্ডের রেলওয়ে মাঠে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মুন্সি। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান মিয়া স্বপন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের মো. সফিকুর রহমান, শেখ আব্দুল কাদের, শেখ মো. মাসুদ কবীর, আইয়ুব আলী খান, এস এম ফরিদ হোসেন, দাড়িয়া রেজা, আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, আমির হোসেন, কামাল হোসেন তোতা, হারুন অর রশিদ, মো. শামীম সরদার, সৈয়দ শহিদুল ইসলাম, মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!