খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

খুলনায় বিএনপির ৮ নেতা আটক, বিক্ষোভ মিছিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মহানগর কৃষকদলের আহবায়কসহ ৮জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত এদেরকে আটক করা হয়েছে। তবে কেন বা কোন মামলায় পুলিশ তাদের আটক করেছে তা জানা যায়নি।

আটক নেতারা হলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মিজান, মহানগর কৃষকদলের আহবায়ক আকতারুজ্জামান সজীব , দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি তানিরুল হুদা লিটন, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ডা. শাহ আলম, ২০ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মেহেদী হাসান মাসুম, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জুয়েল, ১২নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান রিপন, ১২ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম বাবু।

খুলনা মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ ১৩ জনকে কারাগারে প্রেরণের প্রতিবাদে ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে পুর্বনিধারিত শুক্রবার বিকাল ৩টায় খুলনা রেলস্টেশন থেকে বিক্ষোভ মিছিল স্থগিত করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!