খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

খুলনায় বিএনপির ইফতারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

জেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতদের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা ক্লাবে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, ডুমুরিয়া থানার যুগ্ম আহবায়ক সোহাগ গোলদার, জিসাস জেলা সাধারণ সম্পদক তৈয়ব উদ্দিন দারা, তেরখাদা থানা যুবদল যুগ্ম আহবায়ক রাজু বিল্লাহ ও কয়রা থানা যুবদলের যুগ্ম আহবায়ক খালিদ বিল্লাহ।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, খুলনা ক্লাবে জেলা বিএনপির ইফতার মাহফিলে ইফতারির প্যাকেট বন্টন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগর ছাত্রদল ও জেলা যুবদলের কতিপয় নেতার মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এসময়ে প্রকাশ্যে নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি যুবদল নেতাদের দেখে নেবার হুমকি দিয়ে ইফতার না করেই স্থান ত্যাগ করেন। ইফতারের কিছুক্ষণ পরে জনি একা ক্লাবের প্রবেশ মুখে দাড়িয়ে ছিলেন। এসময় ১০ থেকে ১৫ টি মোটরসাইকেল ক্লাবে গেটের মুখে থামিয়ে জনির ওপর আক্রমণ করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে। পরে তাকে ঠেকাতে গিয়ে আরও চারজন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ইফতার মাহফিলে এরকম ঘটনা ঘটতে পারে, এমন ধারণাই ছিল না। এখনো কোনপক্ষই লিখিত অভিযোগ দাখিল করেননি। তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- জেলা বিএনপি’র ইফতার পরবর্তীতে খুলনা ক্লাবের সামনে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় যুবদলের পাঁচজন নেতা গুরুতর জখম হয়েছেন। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

নেতৃবৃন্দ জানিয়েছেন, খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিল পরবর্তীতে খুলনা ক্লাব থেকে বের হচ্ছিলেন যুবদল নেতৃবৃন্দ। এসময়ে ১৫/২০টি মোটরসাইকেলে ৪০ থেকে ৫০ জন ধারালো অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, যুবদল নেতা তৌহিদউদ্দিন দারা, রাজিব, ডুমুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহাগ গোলদার ও কয়রা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অলিদকে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাত রক্তাক্ত জখম হয়েছেন তারা। পরে তাদের উদ্ধার করে খুলনা জেনারেল ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!