খুলনার বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দাম নিম্নমুখী হওয়ায় গত কয়েক দিন পেঁয়াজের বাজারের উত্তাপ ও অস্থিরতা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, ভোমরা ও বেনাপোল বন্দরে আটকে থাকা পেঁয়াজ ভর্তি ট্রাক ছাড় দেওয়ার খবরে খুলনায় পেঁয়াজের দাম কমছে। তবে তা পূর্বের মূল্য থেকে এখনও বেশি।
এদিকে একটি সূত্র বলছে, বন্দরগুলোতে ট্রাক ছাড়ের খবর সঠিক নয়। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণে স্থল বন্দরগুলোতে গেল ৫ দিন ধরে শত শত পেঁয়াজের ট্রাক আটকে আছে। গেল বৃহস্পতিবার এসব ট্রাক ছাড়ার কথা থাকলেও এখনো তা বাংলাদেশে প্রবেশ করেনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা যা গত বুধবার ছিল কেজি প্রতি ১০০-১১০ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০-৬৫ টাকা, যা গত বুধবার ছিল কেজি প্রতি ৮০ টাকা।
পাইকারী বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা, যা বুধবার ছিল ৮৩-৮৪ টাকা। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা, যা বুধবার বিক্রি হয়েছে ৬৫ টাকা কেজি দরে।
ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের দামের এমন অস্বাভাবিক বৃদ্ধি। না হলে একই পরিস্থিতিতে কোন আমদানি ছাড়াই কিভাবে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমল। সরকারের মনিটরিং জোরদার করা গেলে দাম স্বাভাবিক পর্যায়ে আসতো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অফিসের একজন কর্মকর্তা জানান, ভোক্তা অধিদপ্তরের নিয়মিত মনিটরিং ও জরিমানা, টিসিবির খোলা বাজারে পেঁয়াজ বিক্রি, বিদেশ থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়ার পাশাপাশি সরকারের কঠোর পদক্ষেপের কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
অভিযোগ রয়েছে, গেল তিন দিনেই ভোক্তার পকেট থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুনাফালোভী পেঁয়াজ সিন্ডিকেটের সদস্যরা। আমদানি মূল্য বিবেচনায় নিলে এই মুনাফার পরিমাণ আরও কয়েক গুণ। চিহ্নিত এসব পেঁয়াজ সিন্ডিকেট সদস্যরা ধরাছোঁয়ার বাহিরে থাকছে প্রভাবশালীদের হস্তক্ষেপে।
গেল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন দেশ থেকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির কার্যক্রম শুরু করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই পর্যাপ্ত পেঁয়াজ দেশে পৌঁছাবে। এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
”একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ দেশব্যাপী স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজার অভিযান জোরদার করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু হয়। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ দেশব্যাপী ১৩ সেপ্টেম্বর থেকে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা করে বিক্রি করছে সরকারি এ প্রতিষ্ঠানটি। ফলে বাজারে পেঁয়াজের মূল্যে ইতিবাচক প্রভাব পড়ে। পেঁয়াজ বিক্রির এ কার্যক্রম আগামী বছরের মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
খুলনা গেজেট / কামাল/ এমএম