খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আপগ্রেডেশন প্রকল্পের প্রায় ৭৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল এন্ড ইলেক্ট্রিক এর সত্ত্বাধিকারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৭ নভেম্বর) খুলনা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামীরা হচ্ছেন মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল এন্ড ইলেট্রিকের সত্ত্বাধিকারী মিসেস খাদিজা খানম, প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সহকারি ম্যানেজার আবু তাহের এবং জাহান বক্স।
দুদকের পিপি আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন ও সহকারি ম্যানেজার আবু তাহের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা সহকারি জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান ২০১৮ সালে ২৫ জানুয়ারি লবনচরা থানায় এ মামলা করেন। জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ সম্প্রসারণ আপগ্রেডশন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি চুক্তি হয়। শর্ত অনুযায়ী বিদ্যুৎ বিভাগ থেকে তারা ৭৭ লাখ ১ হাজার ৭৪৬ টাকার মালামাল বুঝে নেয়। কিন্তু কাজ শেষ না করে ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৫ সালের ১৫ ডিসেম্বর কাজ বন্ধ করে দিয়ে ওই মালামাল আত্মসাৎ করেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর দুদকের সহকারি পরিচালক তরুণ কান্তি ঘোষ তদন্ত করে চলতি বছরের ৩০ মে আদালতে চার্জসিট দাখিল করেন।