মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিক ঐক্যের খুলনা নগর শাখার উদ্যোগে আজ বুধবার কেসিসি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে মানুষের ভাত-কাপড়, ওষুধ সামগ্রি কেনার সরকারি সুবিধাদানের ওপর গুরুত্বারোপ করা হয়। তাছাড়া পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বাড়ানোর সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর নাগরিক ঐক্যের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ড. মো. জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নগর শাখার সদস্য শেখ জামিরুল ইসলাম, সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া, সদস্য সচিব সেলিম রেজা বকুল ও খালিশপুর থানা শাখার সদস্য সচিব খোন্দকার ওয়াহিদুজ্জামান সোহাগ।
সভায় স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মাহুতি, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় আগামী ২০ মে বিকেল ৪টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্নার উপস্থিতিতে কর্মী সভা সফল করার আহবান জানানো হয়।
খুলনা গেজেট/ টি আই