খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার কন্যা ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ বছর আগে উপজেলার কোমলপুর গ্রামের আফছার সরদারের ছেলে মান্নান সরদারের(৩৫) সাথে সাজিয়াড়া গ্রামের ইসলাম গোলদারের মেয়ে ডলি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছরের ফতেমা খাতুন ও ৭ মাস বয়সী ওমর ফারুক নামে দু’টি সন্তান জন্ম নেয়। স্বামী মান্নান একটি বই’র কোম্পানিতে চাকরি করেন। সকাল ১১টার দিকে বাইরে থেকে বাড়ি ফিরে নিজ বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মা-কে ডেকে নিয়ে ওই দরজার খিড়কি ভেঙ্গে ঘরে ঢোকে। সেখানে স্ত্রী ডলি বেগমকে ঘরের আড়ার সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। আর শিশু সন্তান ২টিকে নিথর দেহে বিছানায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে ডলি বেগমের মৃত্যু নিশ্চিত বুঝে ছেলে-মেয়েকে ডুমরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন। সকাল ৮ টা থেকে বেলা ১১ টার মধ্যে যে কোন সময়ে নিজ বাড়িতে পারিবারিক কলহলের কারণে ডিকটিম ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে ডলি বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, পুলিশ তিনজনের মরদের উদ্ধার করেছে। মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর দুই সন্তানের মরদেহ পড়েছিল। ঘর আটকানো ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ডলি বেগমের স্বামী চাকরি করেন। তিনি আজ সকাল ৮টায় কাজে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে বাড়ি ফিরে বিষয়টি দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলি বেগম দুই সন্তানকে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে।
খুলনা গেজেট/এমএম