খুলনায় গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে সোমবার (২৩ মে) দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুপ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নূরী তাসমিন ঊর্মির সঞ্চালনায় ৪১জন ইউপি চেয়ারম্যান এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
সোমবার সকাল সাড়ে ৯টায় পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য প্রকল্প পরিচিতির পর বড়দলে আলোচনার মাধ্যমে গ্রাম আদালত, গ্রাম আদালত ও সালিসির মধ্যকার পার্তক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, ফৌজদারী ও দেওয়ানী মামলার পার্থক্যসহ গ্রাম আদালতের উদ্দেশ্য ও সুবিধা নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়।-খবর বিজ্ঞপ্তি।