খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

খুলনায় করোনাকালিন ক্ষতিগ্রস্ত ক্রীড়া সংশ্লিষ্টদের অনুদানের চেক প্রদান

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে কোভিড-১৯ (করোনা) মহামারী কালীন খুলনা জেলার ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট নির্ধারিত ৪৫ জন ব্যক্তিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রেরিত আর্থিক অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক, খুলনা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা মোঃ সাদিকুর রহমান খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব এস, এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য মনোয়ার আলী মনু, ফয়সাল আহম্মেদ পপা, সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ বেলাল হোসেন। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!