খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে
  তিন দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  এনবিআর বিলুপ্ত করে দু’টি বিভাগ করার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কলমবিরতি চলছে

খুলনায় অনলাইনভিত্তিক জাতীয় শোক দিবসের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা পর্যায়ের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার (১৬ আগস্ট) জুম অ্যাপের মাধ্যমে খুলনায় অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনলাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়ে আসছে। শিশুদের পড়ালেখার পাশাপাশি এই ধরণের প্রতিযোগিতা মেধা বিকাশ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে সহায়ক হবে।

জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান উল্লাহ শরিফী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিষয় ছিলো : ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত। অনলাইনভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগিরা বিভিন্ন গ্রুপে স্ব স্ব অবস্থানে থেকে জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!