জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা পর্যায়ের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার (১৬ আগস্ট) জুম অ্যাপের মাধ্যমে খুলনায় অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনলাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়ে আসছে। শিশুদের পড়ালেখার পাশাপাশি এই ধরণের প্রতিযোগিতা মেধা বিকাশ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে সহায়ক হবে।
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান উল্লাহ শরিফী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিষয় ছিলো : ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত। অনলাইনভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগিরা বিভিন্ন গ্রুপে স্ব স্ব অবস্থানে থেকে জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এআইএন