খুলনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খুলনাস্থ সাতক্ষীরা সমিতি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ে অসহায় ও দু:স্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সমিতির নেতৃবৃন্দ বলেন, শীতের প্রকোপ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে হবে। মহানগরীর অসহায় একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে যথাসাধ্য লক্ষ্য রাখতে হবে। সাতক্ষীরা সমিতির পাশাপাশি ছিন্নমূল মানুষের সহযোগিতায় বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দরা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ডা. সৈয়দ আবু সইদ, উপদেষ্টা ডা. এস এম আবদুল ওহাব, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এরশাদ আলী, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক-১ অধ্যাপক মো. নুরুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক-২ ডা. মো. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রেজওয়ানুল ইসলাম ফাহাদ, ট্রেজারার মো. আবুল কাশেম মাহদী, মহিলা সম্পাদক অধ্যাপক আলীয়া রওশন রোজী, প্রচার সম্পাদক রেজওয়ানুল কবির রাজু, সিয়াম প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই